ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

মুজিববর্ষে নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৪, ১৩ আগস্ট ২০২০

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের উদ্যোগে বৃক্ষরাপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্বর এবং নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুরে আম, বকুল ও ছবেদা গাছের চারা রোপণ করা হয়।  

কর্মসূচির আওতায় নড়াইলের বিভিন্ন খালপাড়ে এক হাজার ২০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, নড়াইল সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজেদ আলী চাকলাদার, লোহাগড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী স্বপন কুমার ঘোষ, অফিস সহকারী মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এআই/এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি